দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৯:১২ পিএম
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৯:১২ পিএম
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে প্রান্ত দাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ধান শুকানো নিয়ে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউসি গ্রামের সেবক দাসের ছেলে পলাশ দাস ও একই গ্রামের চান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) মধ্যে ধান শুকানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ দাস শাকিলকে আঘাত করলে শাকিল দৌড়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর শাকিল হাতে দেশীয় অস্ত্র বল্লম নিয়ে পলাশকে খুঁজতে বের হয়। পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে পেয়ে তার কাছে পলাশের অবস্থান জানতে চায়। এসময় উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে শাকিল বল্লম দিয়ে প্রান্তের শরীরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়।
আহত অবস্থায় প্রান্ত দাসকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানি তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
ইএইচ