আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৫, ০৩:১৭ পিএম
আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৫, ০৩:১৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তারের পরের দিন জামিনে মুক্তি দেয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় সুশীল সমাজ ও ছাত্রজনতা এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গত ২৫ এপ্রিল (শুক্রবার) কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মান্নান কুষ্টিয়ার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালিয়ে এক যুবক ইয়ামিন আলীকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর শনিবার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে হাজির করা হলে, ছুটির দিনে কুষ্টিয়া আদালত থেকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। এই জামিনের প্রতিবাদে রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সুশীল সমাজ ও ছাত্র জনতা মানববন্ধন করে।
সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল মাজেদ, আল আমীন রানা, আব্দুল মঈদ বাবুল, উৎপলসহ বিভিন্ন নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন যে, আব্দুল মান্নান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মাঠে সক্রিয় ছিলেন এবং ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপন করেন।
তিনি কিছুদিন পলাতক থাকার পর পুনরায় কুষ্টিয়া পৌরসভায় দাপ্তরিক কাজে যোগ দেন। সম্প্রতি লাঠি হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, এরপরই তাকে গ্রেপ্তারের দাবি ওঠে। গ্রেপ্তার এড়াতে তিনি গত ১৬ এপ্রিল থেকে পৌরসভা অফিসে যাননি।
এছাড়া, তার বিরুদ্ধে কুষ্টিয়া পৌরসভায় সার্ভেয়ার পদে নিয়োগ নিতে জাল সার্টিফিকেট ব্যবহার এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
আন্দোলনকারীরা দাবি করেছেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে জামিন বাতিল করা উচিত।
বিআরইউ