Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

ভেদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান, নথিপত্র জব্দ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর প্রতিনিধি:

এপ্রিল ২৭, ২০২৫, ০৩:৩৬ পিএম


ভেদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান, নথিপত্র জব্দ

পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে পৌরসভার বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত দুদকের মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের ছয় সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। দলটির নেতৃত্ব দেন উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু।

দুদক জানায়, ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ এবং নিয়োগ পরীক্ষায় দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবেই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু বলেন, ‘পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগে অনিয়মের কিছু আভাস পাওয়া গেছে। জব্দ করা নথিপত্র যাচাই-বাছাই করে তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে দুদক জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযানে বেশ কয়েকটি প্রকল্পের আর্থিক অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!