Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

মাছের ঘেরে গাছ, সড়কে গর্ত: অভয়নগরে অচলাবস্থা

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

এপ্রিল ২৭, ২০২৫, ০৩:৫৪ পিএম


মাছের ঘেরে গাছ, সড়কে গর্ত: অভয়নগরে অচলাবস্থা

ঝড়ের কবলে আট মাস আগে উপড়ে পড়েছিল গাছ। পড়ে আছে এখনও। সঙ্গে ধসে গেছে সড়কের অংশ। যশোরের অভয়নগর উপজেলার নূরবাগ-সুন্দলী সড়কে এ অবস্থা। গর্তের ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ভোগান্তি পোহাচ্ছেন মৎস্যঘের মালিক ও স্থানীয় বাসিন্দারা।

২০২৪ সালের বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টির সময় ধোপাদী গ্রামের পাশে নূরবাগ-সুন্দলী সড়কের একাংশে একটি শিরীষগাছ ও তিনটি বাবলা গাছ উপড়ে পড়ে। এর প্রভাবে রাস্তার পাশে থাকা একটি মৎস্যঘেরের পাড় ভেঙে যায়, আর সড়কে তৈরি হয় বড় গর্ত। এরপর বারবার জানানো হলেও গাছগুলো অপসারণ করেনি যশোর জেলা পরিষদ।

মৎস্যঘের মালিক আবদুর রউফ মোল্যা বলেন, ‘গাছ পড়ে থাকায় আট মাস ধরে মাছ ধরতে পারছি না। খাবার দেওয়া আর দেখভাল করাও সম্ভব হচ্ছে না। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত গাছ সরানোর দাবি জানাচ্ছি।’

স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙা রাস্তা আর গাছের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।

অভয়নগর উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হুদা বলেন, ‘জেলা পরিষদের গাছ পড়ে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জানানো হয়েছে। গাছ সরানোর পরপরই সংস্কারের কাজ শুরু হবে।’

এ বিষয়ে যশোর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে গাছ অপসারণে। দাপ্তরিক জটিলতার কারণে দেরি হচ্ছে।’

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী জানান, ‘গাছ অপসারণের বিষয়ে জেলা পরিষদ কোনো লিখিত বা মৌখিক অনুরোধ করেনি। দায়িত্ব জেলা পরিষদেরই।’

এলাকাবাসীর অভিযোগ, সরকারি দপ্তরের দায়িত্বহীনতার কারণে আট মাস ধরে দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। দ্রুত গাছ অপসারণ ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

বিআরইউ

Link copied!