বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৫, ০৪:২১ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৫, ০৪:২১ পিএম
ফরিদপুরের বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা হওয়ার ১৯ দিন পর ধর্ষক মুকুল শেখকে (৪৮) র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার আসামি মুকুল শেখকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, চলতি মাসের ৮ এপ্রিল রাতে কিশোরী (১৩) ধর্ষণের ঘটনায় তার বাবা মঙ্গল ঠাকুর বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আসামি মুকুল শেখ পলাতক ছিল। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর র্যাবের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রশিদ ফরিদপুরের মধুখালী উপজেলায় আলতু খাঁ জুটমিলের সামনে ফরিদপুর-মাগুরা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষণ মামলার আসামি মুকুল শেখকে গ্রেপ্তার করে রোববার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ