পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
এপ্রিল ২৭, ২০২৫, ০৫:১৮ পিএম
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
এপ্রিল ২৭, ২০২৫, ০৫:১৮ পিএম
গাজীপুর মহানগরীর পূবাইলে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ।
রোববার (২৭ এপ্রিল) পূবাইলের ৩৯ নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় আটকের এই ঘটনা ঘটে , অভিযুক্ত রইজ উদ্দিন, হায়দরাবাদ আখলাছ জামে মসজিদ এর ইমাম বলে নিশ্চিত করেছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, ১ লা মার্চ সকালে অভিযুক্ত রইজ ছেলে শিশু টি কে ফুসলিয়ে তার কাছে নিয়ে যায় ও ঘুমাতে বলে, পরে ঘুমিয়ে শিশুটি ঘুমিয়ে গেলে বলাৎকার করে ।
পরে শিশুটির পরিবার তার বন্ধুদের কাছে এই বিষয়ে জানতে পেরে এলাকাবাসী কে জানালে রইজ কে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী ।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কে আটক করেছে, বলাৎকারের বিষয়ে পূবাইল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন, আসামিকে বিধি অনুযায়ী কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিআরইউ