নীলফামারী প্রতিনিধি:
এপ্রিল ২৭, ২০২৫, ০৫:৪১ পিএম
নীলফামারী প্রতিনিধি:
এপ্রিল ২৭, ২০২৫, ০৫:৪১ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় দায়িত্ব ফিরে পেলেন অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন। হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে দায়ের করা অনাস্থা প্রস্তাবের অভিযোগ বাতিল হওয়ায় তিনি আবারও নিজের পদে বহাল হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেন লিপ্টন। স্থানীয় জনগণ ও তার সহযোগীদের মধ্যে এই রায়কে ঘিরে ব্যাপক আনন্দ এবং স্বস্তি বিরাজ করছে।
এমনটি জানা যায়, গত মার্চ মাসে বাহাগিলী ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যান লিপ্টনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে অভিযোগ তুলেছিলেন। তারা দাবি করেন— ‘চেয়ারম্যান বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত’। তবে তদন্তে কোনো সত্যতা পাওয়া না যাওয়ায় অভিযোগগুলো অসত্য প্রমাণিত হয় এবং তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
তবে, ২৫ মার্চ জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে তাকে অযোগ্য ঘোষণা করে নতুন প্রশাসক নিয়োগ দেন। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় লিপ্টন আদালতে রিট দায়ের করেন। হাইকোর্ট সেই রিটের পরিপ্রেক্ষিতে রায় প্রদান করেন, যার মাধ্যমে লিপ্টন পুনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের অধিকারী হন।
এ ব্যাপারে স্থানীয় জনগণ মন্তব্য করেন, ‘লিপ্টন চেয়ারম্যান একজন সৎ, দক্ষ ও জনগণের প্রতি দায়িত্বশীল ব্যক্তি। তার সময়ে ইউনিয়ন পরিষদে উন্নয়নমূলক কাজগুলো দ্রুত গতিতে এগিয়েছে। কিছু অসাধু মেম্বাররা নিজেদের স্বার্থে তাকে অপদস্থ করতে চেয়েছিল, কিন্তু আদালত তার সৎ কার্যক্রমের মূল্যায়ন করেছে।’
চেয়ারম্যান লিপ্টন নিজেও এ ব্যাপারে বলেন, ‘এটি আমার একার জয় নয়, এটি বাহাগিলী ইউনিয়নের মানুষের জয়। আমি সবসময় জনগণের সেবা করতে চেয়েছি এবং ভবিষ্যতেও তাদের জন্য কাজ করে যাব।’
বিআরইউ