Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী

এপ্রিল ২৭, ২০২৫, ০৫:৪৫ পিএম


অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দৌলতদিয়ার স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

রোববার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দৌলতদিয়া মাছ বাজার এলাকার বাইপাস সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি দৌলতদিয়া মাছ বাজার থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক, দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, বাজার ও রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও আড়ৎদার মো. মোহন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- আড়ৎদার আনোয়ার খা, রেজাউল করিম, গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল বেপারীসহ শতাধিক জেলে ও ব্যবসায়ী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আগে শতকরা ১ টাকা হারে খাজনা আদায় করা হলেও বর্তমানে ইজারাদার তা বাড়িয়ে শতকরা ৫ টাকা নির্ধারণ করেছেন। অতিরিক্ত খাজনা আরোপের ফলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হয়ে পড়ছে, যা বাজার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা জানান, ইজারাদারদের এই অনিয়ম চলতে থাকলে বাজারে মাছের যোগান কমে যাবে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।

বক্তারা অবিলম্বে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ এবং মৎস্য ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানান।

ইএইচ

Link copied!