Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

সোনারগাঁওয়ে তিতাসের অভিযানে ‘অবৈধ’ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

এপ্রিল ২৭, ২০২৫, ০৬:০৩ পিএম


সোনারগাঁওয়ে তিতাসের অভিযানে ‘অবৈধ’ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দুটি চুনা তৈরির কারখানা এবং একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় এক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এসব কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

অভিযানটি পরিচালনা করেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। অভিযানে তিতাস গ্যাস সোনারগাঁ শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় অভিযানের সময় বলেন, ‘তিতাস গ্যাসের অবৈধ সংযোগ গ্রহণ করে ব্যবসা চালাচ্ছে একটি চক্র। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।’

এদিকে, গ্যাস চুরির বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এ অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হলেও একই সঙ্গে তারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। গ্যাস চুরির ফলে যে আর্থিক ক্ষতি হচ্ছে, তা রোধ করার জন্য স্থানীয়রা আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বিআরইউ

Link copied!