Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

শনিবার বন্ধ থাকবে কোনাবাড়ির ব্যবসা প্রতিষ্ঠান

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি

এপ্রিল ২৭, ২০২৫, ০৬:২১ পিএম


শনিবার বন্ধ থাকবে কোনাবাড়ির ব্যবসা প্রতিষ্ঠান

শ্রম আইনের আলোকে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর কোনাবাড়ি এলাকার ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৩ মে শনিবার বন্ধ থাকবে।

দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর আঞ্চলিক কার্যালয়ে কোনাবাড়ি এলাকার ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর কোনাবাড়ি আওতাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধ নিয়ে মালিক পক্ষ এবং শ্রমিকদের মধ্যে মতানৈক্য চলছিল। বিষয়টি শ্রমিকদের পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরাফ উদ্দিনের নির্দেশক্রমে রবিবার ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দুই পক্ষের সম্মতিতে আগামী ৩ মে শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর কোনাবাড়ি এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, জরুরী পরিষেবা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর আঞ্চলিক কার্যালয়ে কোনাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোনাবাড়ি থানার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কোনাবাড়ি ব্যবসায়ী বণিক সমিতির আহ্বায়ক উজ্জ্বল হোসেন, সদস্য সচিব মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ শহিদ দেওয়ান, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন শেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকরা।

ইএইচ

Link copied!