জাহিদ হাসান, মাদারীপুর
এপ্রিল ২৭, ২০২৫, ০৬:২৫ পিএম
জাহিদ হাসান, মাদারীপুর
এপ্রিল ২৭, ২০২৫, ০৬:২৫ পিএম
ঢাকা ও মাদারীপুরে হত্যাসহ দুইটি মামলার আসামী কবিরাজ ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান মাতুব্বরকে ধরতে অভিযান চালিয়েছে রাজৈর থানা পুলিশ। অভিযানের সময় কবিরাজপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি দিপ্ত হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহিন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কবিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান মাতুব্বরের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বর্তমান অবস্থান জানার জন্য পুলিশ বিভিন্ন চেষ্টা করে। তবে তার অবস্থান না পেয়ে রাতের আঁধারে কবিরাজপুরে টিপু চেয়ারম্যানের বাড়ি ও আশেপাশের বাড়িতে অভিযান চালানো হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর পুলিশের অভিযান আরও বিস্তৃত করা হয়। এই অভিযানে চেয়ারম্যান টিপুর চাচাতো ভাই কবিরাজপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন মাতুব্বর ও আওয়ামী লীগ সভাপতি দিপ্ত হাওলাদারকে আটক করা হয়। মারামারির একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাজৈর থানার ওসি তদন্ত সঞ্জয় ঘোষ জানান, "চেয়ারম্যানকে ধরতে অভিযান চালানো হলেও তাকে ধরতে পারিনি। তবে কবিরাজপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।"
উল্লেখ্য, চেয়ারম্যান টিপু সুলতান মাতুব্বর ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে বিগত সরকারের আমলে মন্ত্রী, এমপি ও পুলিশের বড় কর্মকর্তাদের মাধ্যমে হুন্ডির মাধ্যমে টাকা পাচার, সরকারি জমি দখল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া, চেয়ারম্যান টিপু সুলতান ঢাকা ও মাদারীপুরে হত্যাসহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি।
ইএইচ