Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

শরীয়তপুরে বিপুল পরিমাণ জাটকাসহ ট্রলার জব্দ

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

এপ্রিল ২৭, ২০২৫, ০৬:২৮ পিএম


শরীয়তপুরে বিপুল পরিমাণ জাটকাসহ ট্রলার জব্দ

শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা, ৪০টি রিং জাল ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার সখিপুর থানার ছুরির চর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার ছুরির চর এলাকায় অভিযান চালানো হয়, যেখানে ৬০০ কেজি জাটকা, ৪০টি রিং জাল ও ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, এবং জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। তিনি জানান, এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে এবং জাটকা ইলিশ রক্ষার জন্য ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটার বা তার নিচে ইলিশ শিকার, পরিবহন, বিক্রি ও বাজারজাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ইএইচ

Link copied!