আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
এপ্রিল ২৭, ২০২৫, ০৭:০৬ পিএম
আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
এপ্রিল ২৭, ২০২৫, ০৭:০৬ পিএম
টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা একজন যাত্রী।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এ দুর্ঘটনায় সিএনজি চালক হেলাল উদ্দিন (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি সিএনজির যাত্রী ছিলেন এবং তার বয়স আনুমানিক ৪৫ বছর।
মধুপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহমেদ জানান, সিএনজি চালক হেলাল উদ্দিন মধুপুর থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে জামালপুর যাচ্ছিলেন। এ সময় পৌর এলাকার কাইতকাই নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা একটি ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। এছাড়া এক যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দুর্ঘটনায় কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ইএইচ