Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

কলমাকান্দায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৫, ০৭:১৭ পিএম


কলমাকান্দায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডোরিয়াকেনা গোরস্থান সংলগ্ন সড়কের ওপর এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয় এবং পুলিশ তা হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিকে কলমাকান্দা সদরের লোকজন চলাফেরা ও অবস্থান করতে দেখেছেন। দুপুরে ডোরিয়াকেনা গোরস্থান সংলগ্ন সড়কের ওপর ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পায়। এলাকাবাসীরা মৃত বৃদ্ধকে চিনেন না। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশের হেফাজতে নেওয়া হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অজ্ঞাত বৃদ্ধের লাশ শনাক্তের জন্য পিবিআই পুলিশ ইউনিট সহযোগিতা চাওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!