Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

পত্নীতলায় বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৫, ০৮:৪৯ পিএম


পত্নীতলায় বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার বিকালে কৃষ্ণপুর ডিগ্রি কলেজ মাঠে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।

সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভানেত্রী সামিনা পারভীন পলি।

সংবর্ধনা প্রদান করা হয় নবনির্বাচিত উপজেলা কমিটির সভাপতি মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলীকে।

এ সময় পত্নীতলা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!