Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

মাদরাসায় যাওয়া হলো না আরাফাতের

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৫, ১১:৩৯ এএম


মাদরাসায় যাওয়া হলো না আরাফাতের

ফজরের নামাজ শেষে মাদরাসায় পড়ার জন্য বের হয়েছিল আরাফাত। কিন্তু পথেই বজ্রপাতের আঘাতে প্রাণ হারাল সে।

আরাফাত নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামের মো. ছালাম মিয়ার একমাত্র ছেলে।

আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মোতাহার হোসেন।

তিনি জানান, আরাফাত বাড়ির পাশের একটি মাদরাসায় পড়াশোনা করত। ফজরের নামাজ শেষে মা-বাবার কাছে বলে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাদরাসার পাশে পৌঁছালে আকস্মিক বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “আরাফাত নামে এক মাদরাসা পড়ুয়া শিশু বজ্রপাতে মারা গেছে—এমন খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।”

ইএইচ

Link copied!