Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

ঝালকাঠিতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৫, ০২:১১ পিএম


ঝালকাঠিতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠি সুগন্ধা নদীর তীর থেকে মিজান (৩২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মিজান পূর্বচাঁদকাঠি এলাকার জাহাঙ্গির হোসেনের পুত্র। ছোট ভাই রাজু মৃতদেহটি সনাক্ত করেন।

রাজু জানান, গত রাত ৮টার দিকে সে মায়ের কাছে ৫০ টাকা চায়, কিন্তু মা তাকে টাকা দেয়নি। এরপর সে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। মিজান একটি ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সুগন্ধা নদী থেকে জেলেপাড়া খালের প্রবেশদ্বারে গিয়ে মরদেহটি দেখতে পাওয়া যায়। ওই মোহনার দক্ষিণ-পূর্ব কোনায় একটি বটগাছের গোড়ায় নেশাজাতীয় কিছু আলামত পাওয়া গেছে। মরদেহের শরীরের সবকিছু স্বাভাবিক ছিল, তবে তার ডান পায়ে জুতা ছিল না। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পানি পড়ে এবং উঠে আসতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। তবে যদি অন্য কিছু থাকে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!