ডোমার (নীলফামারী) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৫, ০২:৪০ পিএম
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৫, ০২:৪০ পিএম
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা ১২টায় তাকে জেলা আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত তোফায়েল আহমেদ বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী এলাকার মৃত শওকত আলীর পুত্র। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বাঁধা, গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার মামলায় এজাহার নামীয় আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ