Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

পলাশবাড়ী পৌর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৫, ০৩:৩৯ পিএম


পলাশবাড়ী পৌর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌর শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে একটি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্থানীয় মডেল মসজিদ অডিটোরিয়ামে সাদ্দাম সরকারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ শিক্ষা বৈঠক শুরু হয়।

পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াহিয়া সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারী সেনা সদস্য (অব.) বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!