Amar Sangbad
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫,

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৫, ০৩:৫৭ পিএম


কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

রংপুরের কাউনিয়া উপজেলার কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক।

সোমবার সকালের দিকে উপজেলার শহীদবাগ ও সারাই ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি।

এ সময় তালিকা তৈরি করে সহায়তার ব্যবস্থা করার কথা জানান তিনি। এর আগে, শনিবার ও রোববার, শহীদবাগ, সারাই এবং হারাগাছ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি, সহস্রাধিক গাছপালা ভেঙে পড়েছে।

ঝড়ের সময় বৈদ্যুতিক তারে গাছপালা পড়ার ফলে সারা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এছাড়া, উঠতি ফসল ইরি-বোরো ধান, ভুট্টা, বাদাম, মরিচ, কুমড়া, পাট, শষা, পটল, করলা এবং শাকসবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। কলা বাগানও ভেঙে মাটিতে পড়ে গেছে, আর হাজারও আম ও লিচুর গুটি বাতাসে ঝড়ে পড়েছে।

সংবাদ পেয়ে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান।

তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন, তাদের ক্ষতির পরিমাণ স্বচক্ষে দেখেন এবং তাদের কথা শোনেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমগ্র উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান। তালিকা সম্পন্ন করে তা যাচাইপূর্বক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে অতি দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

ইএইচ

Link copied!