গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
এপ্রিল ২৮, ২০২৫, ০৪:৪৩ পিএম
গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
এপ্রিল ২৮, ২০২৫, ০৪:৪৩ পিএম
"প্র্যাকটিস অ্যান্ড ডিসেমিনেশন অব ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটিভ অ্যাগ্রিকালচার ইন হাওর এরিয়া" শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোণায় ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাহির চাপড়া এলাকায় এসিড হবিগঞ্জ ও সিয়ার দ্যা প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান-এর সহযোগিতায় এবং সেরা এনজিওর আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেরার নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক মো. আলী উসমান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার সাইন্টিফিক অফিসার ও প্রধান মো. খালিদ হাসান তারেক, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছ্বাস পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল আজিজ খানসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।
মাঠ দিবসে বক্তারা জিংকসমৃদ্ধ ব্রি-ধান ৮৪, ব্রি-ধান ১০২, ব্রি-ধান ১০৮, ব্রি-ধান ৯২ এবং ব্রি-ধান ১০০ জাতের ধান বেশি করে চাষ করার জন্য কৃষক-কৃষাণীদের প্রতি আহ্বান জানান।
ইএইচ