Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫,

ধান নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের, বজ্রপাতে মৃত্যু

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

এপ্রিল ২৮, ২০২৫, ০৯:৪২ পিএম


ধান নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের, বজ্রপাতে মৃত্যু

মাদারীপুরে ধান কেটে নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতের আঘাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কমলাপুর গ্রামের নিজ জমি থেকে ধান কাটতে বাবার সাথে যায় কাজল। পরে হঠাৎ করে তুমুল বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় তার কাছাকাছি বজ্রপাত পতিত হয় এবং তার গায়ে এসে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমির মধ্যে লুটিয়ে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তার বাবাসহ অন্যান্য কৃষকেরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে দায়িত্বরত মাদারীপুর সদর মডেল থানার এএসআই রাজ্জাক।

আরএস

Link copied!