শালিখা (মাগুরা) প্রতিনিধি:
এপ্রিল ২৯, ২০২৫, ১২:২১ পিএম
শালিখা (মাগুরা) প্রতিনিধি:
এপ্রিল ২৯, ২০২৫, ১২:২১ পিএম
মাগুরার শালিখা উপজেলার কৃষকদের স্বপ্ন যেন আচমকা ছিন্নভিন্ন হয়ে গেল। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ হয়ে গেছে পানের বরজ, ধান, পাট ও বিভিন্ন সবজি খেত।
দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টি চলে প্রায় ঘণ্টাখানেক। এতে গঙ্গারামপুর, গজগ্রাম, বল্লভপুরসহ কয়েকটি গ্রামের কৃষকদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গঙ্গারামপুর দক্ষিণপাড়ার কৃষক রোকনুজ্জামান বলেন, ‘আমার পানের বরজ ভেঙে গেছে। দুই একর জমির পাট গাছ পড়ে গেছে মাটিতে। তিন লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।’
একই গ্রামের কৃষক সাইফুল শেখ বলেন, ‘দেড় একর জমির ধান মাটিতে পড়ে গেছে। দুই লাখ টাকার মতো ফসল গেছে শেষ।’
রাধুনী মসলা চাষি এরশাদ শেখ বলেন, ‘৪৫ শতাংশ জমির ফসল শিলায় পড়ে গেছে। এখন কী খাব, কী পরব—ভেবে পাচ্ছি না।’
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে। যাচাই-বাছাই করে সরকারি সহায়তা দেওয়া হবে।’
হঠাৎ এই দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার অধিকাংশ কৃষক। কেউ ভেঙে পড়েছেন, কেউ চোখের জল গোপন করছেন। বছরের একমাত্র অবলম্বন ছিল কৃষি ফসল, সেই স্বপ্নটাই এখন শিলার ঘায়ে লন্ডভন্ড।
বিআরইউ