Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫,

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৫, ০৪:৩৭ পিএম


টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’

ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে তালা ঝুলিয়ে পুরো প্রতিষ্ঠান অচল করে দেন আন্দোলনকারীরা।

‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ডাকে সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে শিক্ষার্থীরা প্রথমে অডিটোরিয়াম রুমে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। প্রশাসন বা কর্তৃপক্ষ যদি অবহেলা করে, তাহলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে।’

তবে আন্দোলন নিয়ে এখন পর্যন্ত প্রতিষ্ঠান প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিআরইউ

 

Link copied!