বরিশাল ব্যুরো:
এপ্রিল ২৯, ২০২৫, ০৫:২৫ পিএম
বরিশাল ব্যুরো:
এপ্রিল ২৯, ২০২৫, ০৫:২৫ পিএম
বরিশাল নগরীর প্যারারা রোডে বিদ্যুতায়িত গেট ছুঁয়ে সুজন (১৫) নামে এক কিশোর হোটেল কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুজন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা ছিলেন এবং বরিশাল শহরের প্যারারা রোডের ‘মোমিন খাবার ঘর’ নামের একটি হোটেলে কর্মরত ছিলেন। তিনি হোটেলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার সময় গোসল শেষে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছিলেন সুজন। এসময় ভাড়া বাড়ির গেট খুলতে গিয়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গেটে হাত দিতেই তিনি বৈদ্যুতিক শকে পড়ে যান। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আলামিন জানান, ‘সুজন গেট ছুঁতেই ‘মা’ বলে চিৎকার দিয়ে আটকে যায়। আমরা তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’
হোটেলটির মালিক নূর আলম বলেন, ‘সুজন নয় মাস ধরে ৯ হাজার টাকা বেতনে এখানে কাজ করছিল। সে তার আয় থেকে পরিবারের খরচ চালাতো।’
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমাদের কাছে এখনো কোনো তথ্য আসেনি। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সুজনের মরদেহ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিআরইউ