Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫,

মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

এপ্রিল ২৯, ২০২৫, ০৫:৪২ পিএম


মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট সায়েম, মধুপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর থানার এসআই হায়দার আলী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এছাড়া, সভায় ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, মহিষমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দিন, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সভার উদ্দেশ্য ছিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং চলমান সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে প্রস্তাবিত উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।

বিআরইউ

Link copied!