আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
এপ্রিল ২৯, ২০২৫, ০৬:০৯ পিএম
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
এপ্রিল ২৯, ২০২৫, ০৬:০৯ পিএম
মেয়াদোত্তীর্ণ, মানহীন ও তারিখে কারচুপির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় অভিযান চালান অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে মেসার্স সুরেশ স্টোরে মেয়াদোত্তীর্ণ, মানহীন এবং নিয়ম বহির্ভূতভাবে সংরক্ষিত পণ্য ক্রয়-বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা, মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখে কারচুপির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ওই আইনের ৩৭ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি, মেসার্স সুরেশ স্টোরকে এক মাসের মধ্যে সকল অনিয়ম সমাধান করে পুনরায় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে অধিদফতর।
বিআরইউ