Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

তবলছড়ি বনফুল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

এপ্রিল ২৯, ২০২৫, ১০:৩২ পিএম


তবলছড়ি বনফুল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি বনফুল স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার সকাল ১১টায় তবলছড়ি বনফুল স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সুমন রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী লিটন, তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফর আলী মনির, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফোরকান ইমামী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সজলসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, “পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি প্রতিটি ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং যোগাযোগের উন্নয়নে সড়ক নির্মাণ করেছেন।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের বই পড়া ও খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্ম মোবাইল ও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা থেকে তাদের রক্ষা করতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।” শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

ইএইচ

Link copied!