Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

এপ্রিল ২৯, ২০২৫, ১০:৫৯ পিএম


মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২-এর ৩ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে তাইন্দং এলাকার জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (খ) ধারা লঙ্ঘনের অপরাধে বড়নাল ইউনিয়নের এক্সকাভেটর মালিক ফারুক হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম বলেন, “আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জনস্বার্থে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!