Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বকেয়া ঋণের তথ্য মিথ্যা হলে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২১, ২০২২, ০৯:১০ পিএম


বকেয়া ঋণের তথ্য মিথ্যা হলে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা

কোন বকেয়া ঋণের বিষয়ে মিথ্যা বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে কোন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও জরিমানার আওতায় আনা হবে।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্রেডিড ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) বকেয়া ঋণের মিথ্যা বা ভুল তথ্য দিলে কমপক্ষে ৫০ হাজার এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমান করবে কেন্দ্রীয় ব্যাংক। 

এছাড়া সিআইবিতে যথাসময়ে ঋণের তথ্য না দিলেও জরিমানা করা হবে। আর তথ্য গোপন করার ক্ষেত্রেও জরিমানা প্রযোজ্য হবে। 

তবে জরিমানা করার আগে সংশ্লিষ্ট বাংক বা প্রতিষ্ঠানকে তথ্যের বিষয়ে জবাব চাওয়ার কথা বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে জরিমানা করা হবে এবং তা ৭ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তা কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে থাকা আমানত থেকে কেটে নেওয়া হবে। আর প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ৩০ দিনের মধ্যে তার জরিমানা অর্থ আদায় করতে পারবে। 

এ বিষয়ে বৃহস্পতিবার (২১ ‍জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ।

Link copied!