Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘বেস্ট বিজনেস লিডারশীপ’ সম্মাননা পেলেন প্রদ্যুৎ কুমার তালুকদার

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩১, ২০২২, ০৭:৪৩ পিএম


‘বেস্ট বিজনেস লিডারশীপ’ সম্মাননা পেলেন প্রদ্যুৎ কুমার তালুকদার

সম্প্রতি ‘বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার। দেশের ব্যবসা খাতে বিশেষ অবদান রাখায় তাকে ‘বেস্ট বিজনেস লিডারশীপ’ সম্মাননা দেয়া হয়।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শেরাটনের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের সুপার গ্ল্যামার গার্ল শিল্পা শেঠি। বিগত বছর গুলোর ধারাবাহিকতায় মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘ঢাকা ফ্যাশন এক্সপো অ্যান্ড বিজনেস লিডারশীপ এ্যাওয়ার্ড ২০২২’ শিরোনামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, ‘প্রতিটা পুরস্কার প্রাপ্তিই আনন্দের তবে এ পুরস্কার আমাকে আরও সামনের দিনগুলোকে কঠোর পরিশ্রম করতে উৎসাহ যোগাবে। এটা যেমন দায়বদ্ধতা বাড়িয়ে দিল, সেই সঙ্গে নতুন সূচনা। রয়্যাল ক্যাফের কফির সুনাম দেশ ও দেশের বাইরে ছড়িয়ে গেছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। এই এক্সপোতে শুধুমাত্র আমাদের ‘রয়্যাল ক্যাফে’ কফি ছিল দেশীয় ব্র্যান্ড। অন্যরা সবাই দেশের বাইরের।’

তিনি আরও বলেন, ‘সেক্ষেত্রে দেশীর ব্র্যান্ডকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। আমাদের কফি দেশ-বিদেশের জনপ্রিয় তারকারাসহ সর্ব-সাধারণ যারাই কফি পান করেছেন, সকলেই প্রশংসা করেছে। এটিই আমাদের প্রাপ্তি। আশাকরি আমরা আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখবো। দেশীয় কফিকে আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয় করতে সক্ষম হবো।’

Link copied!