Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গম-ভুট্টা চাষিদের জন্য হাজার কোটি টাকার তহবিল

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৮, ২০২২, ১২:৪৫ পিএম


গম-ভুট্টা চাষিদের জন্য হাজার কোটি টাকার তহবিল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পণ্যমূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হচ্ছে গম ও ভুট্টার আমদানি। 

এ রকম পরিস্থিতিতে গম ও ভুট্টা চাষে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এখান থেকে ব্যাংকগুলো অর্থায়ন পাবে মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ সুদে।

জানা গেছে, তিন বছর মেয়াদি এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো শূন্য দশমিক ৫ শতাংশ সুদে অর্থ পাবে। ব্যাংকগুলো গ্রাহকপর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ দেবে। চলতি বছরের ডিসেম্বর থেকে এ তহবিলের মেয়াদ শুরু হবে।

কোভিড-পরবর্তী আর্থিক সংকট মোকাবিলায় দেশের কৃষি খাত গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য ৩০ হাজার ৯১১ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি।

গত অর্থবছরে কৃষিঋণের লক্ষ্য ছিল ২৮ হাজার ৮৩৪ কোটি টাকা।

ব্যাংকগুলো মোট ২৮ হাজার ৮৩৪ কোটি টাকা ঋণ দিয়েছে, যা অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সমকালকে বলেন, গম ও ভুট্টা চাষে কৃষককে উৎসাহ দিতেই মাত্র ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য এক হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে। 

ব্যাংকগুলো শূন্য দশমিক ৫০ শতাংশ সুদে তহবিল নিয়ে ৪ শতাংশ সুদে বিতরণ করায় তাদের স্প্রেডও থাকবে ভালো।


আমারসংবাদ/টিএইচ

Link copied!