Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আগস্টে প্রথম সপ্তাহেই রেমিটেন্স এলো ৫ হাজার ২২৫ কোটি টাকা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১০, ২০২২, ০৭:৩৫ পিএম


আগস্টে প্রথম সপ্তাহেই রেমিটেন্স এলো ৫ হাজার ২২৫ কোটি টাকা

চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহেই ৫৫ কোটি ডলার দেশে পাঠিয়েছে প্রবাসীরা। প্রতি ডলার ৯৫ টাকা হিসেবে যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫ হাজার ২২৫ কোটি টাকা। প্রবাসী আয়ের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

বুধবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর আগস্টেও রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এ মাসে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলার দেশে এসেছে।

গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

দেশে ডলারের ব্যাপক চাহিদা থাকায় ব্যাংকগুলো ১১০ টাকা দরের বেশি মূল্যেও রেমিট্যান্স সংগ্রহ করছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি গত জুনের চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি।

এবি

Link copied!