Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৩, ২০২২, ০৪:৪৪ পিএম


শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ

বিদ্যুৎ সাশ্রয়ে অন্য প্রতিষ্ঠানের মতো শেয়ারবাজারের লেনদেনেও সময়সূচি পরিবর্তন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী, বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে, চলবে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিএসইসি জানিয়েছে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সংবাদ মাধ্যমকে বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, বুধবার থেকে শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০টা পর্যন্ত লেনদেন হবে। এ লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ৫০ থেকে ২টা।

বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হচ্ছে।

এবি

Link copied!