Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডলার ব্যবসার অনুমতি চেয়ে প্রায় সহস্র আবেদন

অর্থনৈতিক প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২২, ০৯:২৩ পিএম


ডলার ব্যবসার অনুমতি চেয়ে প্রায় সহস্র আবেদন

ডলার কেনাবেচার অনুমতি চেয়ে ৩০টি ব্যাংকের প্রায় এক হাজার শাখা কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি ডলার সংকট মোকাবেলা ও মানিচেঞ্জারদের দৌরাত্ম্য কমাতে ব্যাংকের আরও বেশি শাখায় ডলার বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে আবেদন চেয়ে ১১ আগস্ট সব বাণিজ্যিক ব্যাংককে চিঠি দেয়া হয়।

এর প্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত ৩০ ব্যাংকের ৯৮৮ শাখায় ডলার কেনাবেচার আবেদন জমা পড়েছে কেন্দ্রীয় ব্যাংকে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো তাদের শাখায় নগদ ডলার লেনদেনের অনুমোদন চেয়ে আবেদন করেছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন দেয়া হবে।’

সূত্রের তথ্যমতে, সারা দেশে বিদেশি মুদ্রা কেনাবেচা করা শাখার সংখ্যা খুব কম। যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই রয়েছে রাজধানী ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহরে। ফলে নগদ ডলার কেনাবেচার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয়।

এ ধরনের সেবা কোন এলাকার কোন শাখায় চালু করা হবে, সেই সম্ভাব্য তালিকা চেয়ে দেশের সব ব্যাংককে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

এবি

Link copied!