Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বঙ্গবন্ধুর সমাধিতে সোনালী ও রুপালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৭:৫৫ পিএম


বঙ্গবন্ধুর সমাধিতে সোনালী ও রুপালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। 

এ ছাড়া সদ্য যোগ দেয়া সোনালী ও রুপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অ্যান্ড সিইও যথাক্রমে মো. আফজাল করিম এবং মোহাম্মদ জাহাঙ্গীর বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে এবং সোনালী ও রুপালী ব্যাংকের নতুন দুই এমডি যোগদান শেষে শনিবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু এবং দেশের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রাষ্ট্রায়ত্ব ব্যাংক দুটির শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় শাখা পর্যায়ের আঞ্চলিক কর্মকর্তারা।

 

টিএইচ

Link copied!