Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিকেলে ইভ্যালির সংবাদ সম্মেলন

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৬, ২০২২, ১২:২৭ পিএম


বিকেলে ইভ্যালির সংবাদ সম্মেলন

গ্রাহকদের ক্রয় করা পণ্য সঠিক সময়ে বুঝিয়ে না দেওয়া, আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে বন্ধ হয়ে যায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। 

গত ২২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন, তার মা ও বোনের স্বামীকে যুক্ত করে নতুন পরিচালনা বোর্ড গঠন করেন হাইকোর্ট। দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবে প্রতিষ্ঠানটি।

এর মধ্যেই বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় ইভ্যালি সংক্রান্ত সব ইস্যু নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করবে ইভ্যালি।

গত শনিবার (১ অক্টোবর) রাতে ইভ্যালির ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেয়া হয়।

ইভ্যালির বর্তমান পর্ষদ সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে ইভ্যালির সার্ভার চালু করা হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে জুন ২০২১ থেকে গ্রাহকের যে টাকা এসক্রোতে আছে সেগুলো রিফান্ড করা শুরু হবে। এর মধ্যে এসএসএল কমার্স ব্যাংক ডিপোজিট টাকাগুলো ১-৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড করা হবে।

সূত্র আরও জানায়, বিকাশ ও রকেটসহ সব মোবাইল ব্যাংকিংয়ে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই টাকা রিফান্ড করা হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে একটু সময় লাগবে।

নগদ ব্যাংকিংয়ের টাকা ফেরত পেতে ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগবে।

গত ২১ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব থেকে পদত্যাগ করেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড।

টিএইচ

Link copied!