Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৬, ২০২২, ০৬:৩৫ পিএম


গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ৪২৫ কোটি টাকা বিনিয়োগ উত্তোলনের লক্ষ্যে আবেদন গ্রহণ শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ টাকা ফেসভ্যালুতে এই টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

অন্যান্য প্রক্রিয়া শেষে রোববার (১৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

এর আগে গত ১৫ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৭তম সভায় কোম্পানিটিকে বাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

উত্তোলন করা অর্থ এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি। আইপিওতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

আর্থিক প্রতিবেদন অনুসারে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪২ টাকায়। আর গত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৮ টাকা।

টিএইচ

Link copied!