Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কারিগরি ত্রুটির কারণে ডিএসইর লেনদেন বন্ধ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৪, ২০২২, ০১:৩৭ পিএম


কারিগরি ত্রুটির কারণে ডিএসইর লেনদেন বন্ধ

ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিট থেকে লেনদেন বন্ধ রয়েছে। 

ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা জানিয়েছেন, ডিএসইতে কোনো লেনদেন করা যাচ্ছে না। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন চলছে।

ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, অন্যান্য দিনের মতো আজও সকাল সাড়ে ৯ টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছিল। তবে ১০টা ৫৮ মিনিট থেকে কারিগরি ত্রু টির কারণে লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৪ অক্টোবর) লেনদেন বন্ধ হওয়ার আগে এক ঘণ্টা ২৮ মিনিটে ডিএসইতে ৩০৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনে এসেছিল। এর মধ্যে মাত্র ২৫টি দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। 

বাকি শেয়ারগুলোর মধ্যে ৭৯টি দর হারিয়ে এবং ১৯৯টি দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হয়েছে। তালিকাভুক্ত ৩৮৮ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৮০টির বেশি শেয়ার ফ্লোর প্রাইসে থাকায় লেনদেন করতে পারেনি। লেনদেন বন্ধ হওয়ার আগে ডিএসইতে ২২৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

এর আগে, গত বছরের ১৮ জুলাইও ডিএসইতে লেনদেনের মাঝে কারগরি ত্রু টির কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল।

টিএইচ

Link copied!