Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

ডলার কারসাজির অর্থ কৃষি খাতে ব্যয় করার নির্দেশ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৮, ২০২২, ১০:২৮ এএম


ডলার কারসাজির অর্থ কৃষি খাতে ব্যয় করার নির্দেশ

মার্কিন ডলার কেনাবেচায় কারসাজির মাধ্যমে অতিরিক্ত মুনাফার অর্থ কৃষি খাতে ব্যয় করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অতিরিক্ত মুনাফা করা ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে,  বাজার অস্থিতিশীল করে ৫০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে এসব ব্যাংক। কারসাজিতে জড়িত ১২টি হলো- বিদেশি মালিকানার স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংক, বেসরকারি খাতের ব্র্যাক, সিটি, ডাচ্‌-বাংলা, প্রাইম, সাউথইস্ট, এনসিসি, মার্কেন্টাইল, ব্যাংক এশিয়া, ইউসিবি ও ঢাকা ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, বৈদেশিক বাণিজ্য লেনদেন থেকে অর্জিত মুনাফার অর্ধেক বাবদ সিএসআর তহবিলে সংরক্ষিত টাকার ওপর বিধি অনুযায়ী সরকারের আয়কর পরিশোধ করতে হবে। 

বাকি টাকা চারটি খাত- কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি কেনা, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং কৃষি খাতের উন্নয়নে নতুন পদ্ধতি উদ্ভাবন ও গুণগত মানসম্পন্ন উৎপাদন বাড়ানোর জন্য গবেষণা কাজে ব্যবহার করতে হবে। 

এ টাকা আগামী এক বছরের মধ্যে উল্লেখিত চারটির প্রত্যেক খাতে ব্যাংকের নিজ বিবেচনায় ব্যবহার করতে হবে। কোনোভাবেই একটি বা দুটি খাতে সম্পূর্ণ অর্থ ব্যবহার করা যাবে না। টাকা ব্যবহারের অগ্রগতি প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগে (ডিভিশন-২) পাঠাতে হবে।

প্রসঙ্গত, ডলার বাজারে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে কয়েকটি ব্যাংকের অতিরিক্ত মুনাফা করার তথ্য উঠে আসে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে। এর প্রেক্ষিতে বিভিন্ন ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ব্যাংক। 

গত ৮ আগস্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক, দি সিটি, সাউথইস্ট, ডাচ্‌-বাংলা ও প্রাইম ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর ১৮ আগস্ট এমডিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

পরে গত ৭ সেপ্টেম্বর বাকি ৬ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর মধ্যে কঠোর অবস্থান থেকে পিছু হটে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে ৬টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান নিজ নিজ কাজে ফিরেছেন।

টিএইচ

Link copied!