Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

শুক্রবার বিজিএমইএ’র ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২২, ১২:৩৭ এএম


শুক্রবার বিজিএমইএ’র ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল

আগামী শুক্রবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম বিজিএমইএ কাপ ইন্টার-গার্মেন্টস ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল। ওই দিন বিকাল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম খেলাটি অনুষ্ঠিত হবে। বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এই তথ্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক মোঃ ইমরানুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল ৭ম বিজিএমইএ কাপ ইন্টার-গার্মেন্টস ফুটবল টুর্নামেন্ট ২০২২। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্টে ১৬টি পোষাক কারখানার উচ্চ ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা কর্মকর্তারা অংশগ্রহন করেন। আগামী শুক্রবারে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে মুখোমুখি হবে বান্দো ডিজাইন এবং স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড।

টুর্নামেন্ট আয়োজনে বিজিএমইএ’কে যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করছে তারা হলো- পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে তুরাগ একটিভ; প্লাটিনাম স্পন্সর হিসেবে শেলটেক, বিইউএফটি ও ফারিহা গ্রুপ। গোল্ড স্পন্সর হিসেবে ক্লাব ১১, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফস্টাইল লিঃ, পোরসেলানোসা বাংলাদেশ, স্প্যারো, নিপাগ্রুপ, অ্যানট্রিক্স সলিউশনস লিঃ সহযোগিতা প্রদান করেছে।

এছাড়া ব্রডকাস্ট পার্টনার হিসেবে টি-স্পোর্টস; ইন্টারনেট পার্টনার হিসেবে আমরা; ফিটনেস পার্টনার হিসেবে সলিউশনস বিডি এবং ভেন্যু পার্টনার হিসেবে উত্তরা কল্যান সমিতি সহযোগিতা প্রদান করেছে।

ইএফ

Link copied!