Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বিমা সম্পর্কে প্রবাসীদের আস্থা বাড়বে

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থনৈতিক প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২২, ০৮:৪৫ পিএম


বিমা সম্পর্কে প্রবাসীদের আস্থা বাড়বে

এখন থেকে বিদেশে থেকেই প্রবাসীরা লাইফ বিমা পলিসির প্রিমিয়ামের টাকা দেশের ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবে। প্রথমবারের মতো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রবাসী কর্তৃক বিদেশ হতে প্রিমিয়াম বাবদ প্রেরিত অর্থ বিমা কোম্পানিটির ব্যাংক হিসাবে টাকায় জমা করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যুগান্তকারী এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের লাইফ বিমার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের  চেয়ারম্যান জি এম কিবরিয়া। প্রবাসীদের অর্থ সরাসরি ব্যাংক একাউন্টে জমা হওয়ায় বিমা সম্পর্কে প্রবাসীদের আস্থা যেমন বাড়বে, তেমনি এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও ভূমিকা রাখবে বলে আশাবাদি জি এম কিবরিয়া।

বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ সাড়া পড়েছে। শিগগিরই ইউরোপের অন্য দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও লাইফ বিমা পলিসি করা শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক কেয়া দাস স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, প্রবাসী কর্তৃক বিদেশ হতে প্রিমিয়াম বাবদ প্রেরিত অর্থ বিমা কোম্পানিটির ব্যাংক হিসাবে টাকায় জমা হতে হবে। রিপোর্টিং এর সুবিধার্থে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংক একাউন্টে সরকারের ওয়েজ আর্নার্স কোর্ডের বিপরীতে জমা হবে। এক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক ট্যাক্স-ভ্যাট প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।

কেএস 
 

Link copied!