Amar Sangbad
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪,

পুঁজিবাজার নিয়ে ডিএসই-ডিবিএ জরুরি সভা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৮, ২০২২, ০৭:৩০ পিএম


পুঁজিবাজার নিয়ে ডিএসই-ডিবিএ জরুরি সভা

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাথে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রতিনিধিদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ নভম্বের) ডিএসই মুখপাত্র শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুঁজিবাজারের চলমান পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে সভায় আলোচনা করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন দিক নিয়ে বিএসইসি’র সাথে ডিএসই এবং ডিবিএ’র প্রতিনিধিরা আলোচনা করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়াও বর্তমান দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন পলিসি নিয়ে সরকারের নীতি-নির্ধারণী মহলের সাথেও আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান, পরিচালক মোঃ শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএমএ এবং ডিবিএ’র পক্ষে প্রেসিডেন্ট জনাব রিচার্ড ডি রোজারিও, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুদ্দিন এবং সদস্য এম. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

ইএফ

Link copied!