Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ববাজারে আবারও তেলের দাম বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২২, ০১:৩২ পিএম


বিশ্ববাজারে আবারও তেলের দাম বাড়লো

তেল রপ্তানির মাধ্যমে রাশিয়ার রাজস্ব আয়ের লাগাম টেনে ধরার লক্ষ্যে দেশটির তেলের সর্বোচ্চ দামের সিদ্ধান্ত অনুমোদন করেছে উন্নত দেশের জোট জি৭ ও এর মিত্ররা। এরপর সোমবার (৫ ডিসেম্বর) এ দাম বৃদ্ধি হয়।

এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দিনের শুরুতে আগের দিনের চেয়ে ১ শতাংশ বেড়ে ৮৬ ডলারের উপরে চলে গেছে।

এসব দেশের পরিকল্পনা হচ্ছে, ব্যারেলপ্রতি ৬০ মার্কিন ডলারের বেশি দামে রাশিয়ার তেল কিনবে না তারা। এক যৌথ বিবৃতিতে জি৭ ও অস্ট্রেলিয়া জানিয়েছে, সোমবার (৫ ডিসেম্বর) বা ‘খুব শিগগিরই’ বেঁধে দেয়া মূল্য কার্যকর হবে বলেও জানানো হয়। খবর বিবিসি।

এদিকে রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলারের সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়ার সম্মত সীদ্ধান্তের ব্যাপারে মস্কো শনিবার নিন্দা জানিয়েছে।

অন্যদিকে সমুদ্র পথে আমদানি করা রাশিয়ার তেলের ওপর ইইউ’র নিষেধাজ্ঞাও ৫ ডিসেম্বর কার্যকর হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে এই সিদ্ধান্ত যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবারের সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, এই মূল্যসীমা ‘গুরুতর’ নয়, কারণ এটি রাশিয়ান অর্থনীতিতে যথেষ্ট ক্ষতি করবে না।

টিএইচ 

Link copied!