Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাণিজ্য মেলায় টিকিট বিক্রির রেকর্ড

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৩, ০৮:১২ পিএম


বাণিজ্য মেলায় টিকিট বিক্রির রেকর্ড

পূর্বাচলে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে শুরু থেকেই ছিল শীতের প্রকোপ। দিন দিন শীত বাড়লেও এর বেশি একটা প্রভাব পড়েনি মেলায়। গত তিন চার দিন মেলা প্রাঙ্গন কুয়াশায় আচ্ছন্ন ছিল। দুদিন ধরে রোদের দেখায় মেলায় ফিরেছে স্বাভাবিক চিত্রে।

ছুটির দিন গত শুক্রবার ও শনিবার মেলা প্রাঙ্গন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকলেও রেকর্ড পরিমাণে টিকিট বিক্রি হয়েছে। শীত উপেক্ষা করেই ছুটির দিনে মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপছে পড়া ভিড়  করা গেছে। মেলার আয়োজক কমিটি জানান প্রায় ৩ লাখের বেশি টিকিট বিক্রির রেকর্ড হয়েছে। এতে বেজায় খুশি তারা।

গেল বছর মেলার আকর্ষণ ছিলো নেচে-গেয়ে আইসক্রিম বিক্রি। এবার আগ্রহের কেন্দ্রে আছে কোটি টাকার পরী পালঙ্ক। এছাড়া ময়মনসিংহের রাজা চায়ের স্টলেও ভিড় লক্ষ করা গেছে।

মেলায় নানা ধরনের রাইডের ব্যবস্থা আছে শিশুদের জন্য। বাণিজ্যমেলায় বঙ্গবন্ধু গ্যালারি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। জানছেন অজানা ইতিহাস।

গতবারের চেয়ে এবার মেলায় স্টল বেড়েছে, যাতায়াতও সহজ হয়েছে। মেলা জমলেও পণ্যের অতিরিক্ত দাম নিয়ে হতাশ ক্রেতা সাধারণ। স্টল মালিকরা বলছেন, দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে আগের চেয়ে সব কিছুতেই দাম বেড়েছে। আমরা ক্রেতাদের বিভিন্ন অফার দিচ্ছি, পাশাপাশি মূল্য ছাড়।

এছাড়াও অভিযোগ রয়েছে মেলার বাইরে হকারদের উৎপাত আর ধূলোবালিসহ নানা অব্যবস্থাপনার। আয়োজকরা বলছেন, শীত বা অন্য কারণে কেউ অসুস্থ হলে, স্বাস্থ্যসেবাও আছে। ধূলোবালির জন্য আমরা নিয়মিত পানি স্প্রে করছি।

মেলাকে প্রাণবন্ত করতে নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়েছেন আয়োজকরা। বাণিজ্য মেলায় শুরুর কয়েক দিন লোকসান গুণছিলেন ব্যবসায়ীরা। অপেক্ষায় ছিলেন ছুটির দিনের। গেল ছুটির  ২ দিনেই লোকসমাগেমে তারা খুশি। তবে দাম নাগালে থাকবে এমন প্রত্যাশা ক্রেতা দর্শনার্থীদের।

এআরএস

Link copied!