Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আবারও বাড়ছে স্বর্ণের দাম

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৪, ২০২৩, ০৭:৫৬ পিএম


আবারও বাড়ছে স্বর্ণের দাম

দেশের বাজারে গত দুই মাসে কয়েক দফা বেড়েছে স্বর্ণের দাম। এখন প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এবার আরেক দফা বাড়ছে স্বর্ণের দাম।

জানা যায়, দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পর গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৫৪ দশমিক ৫০ ডলার। এতে এক আউন্স স্বর্ণের দাম বেড়ে হয়েছে এক হাজার ৯২০ দশমিক ২৯ ডলার। এ কারণে দেশের বাজারেও আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন বলেন, গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারেও দাম বাড়াতে হবে। শিগগিরই আমরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর আমাদের দেশে স্বর্ণের দাম বাড়ার কারণ ডলারের দাম বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি।

এবি

Link copied!