Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় নাইজেরিয়া

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৭, ২০২৩, ০৬:০৭ পিএম


বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় নাইজেরিয়া
এফবিসিসিআই সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের সভাপতি রবার্টস্ মোসেস আচানিয়া। ছবি- আমার সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী আফ্রিকার দেশ নাইজেরিয়া।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে  সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানায় ঢাকায় সফররত নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের (এনবিটিটেএফ) সভাপতি রবার্টস্ মোসেস আচানিয়া।

প্রতিনিধি দলে আরো ছিলেন এনবিটিটিএফ এর সদস্য মি. লিওনার্ড , ন্যাশনাল আইডেনটিটি ম্যানেজমেন্ট কমিশনের মহাসচিব আবুবকর আলিও আজিজ , সদস্য গুমি আলিয়্যা আবুবকর।

বৈঠকে আচানিয়া বলেন, বস্ত্র ও সিরামিক খাতে দু’দেশের বাণিজ্য সম্ভাবনা অনেক বেশি। এই খাতগুলো সম্প্রসারণে আমরা যৌথ উদ্যোগ খুঁজছি। নাইজেরিয়াতে গ্যাস, জ্বালানি তেল, স্বর্ণ, স্টিলসহ অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। সুতরাং সেখানে সম্ভাবনা প্রচুর।

২০২১-২২ অর্থবছরে নাইজেরিয়াতে ১৪.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর বিপরীতে আমদানির পরিমাণ ৪৭৬.৬৪ মিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, নাইজেরিয়াসহ আফ্রিকার দেশগুলোয় বাজার সম্ভাবনা রয়েছে।

সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়া গেলে বাংলাদেশী পণ্যের বিশাল এক বাজার হতে পারে নাইজেরিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ। বাংলাদেশী পণ্য সম্পর্কে ভালো ধারণা পেতে নাইজেরিয়ার প্রতিনিধিদলকে পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের আহ্বান জানান মো. জসিম উদ্দিন। এছাড়া প্রয়োজনীয় সুবিধা পেলে নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করা যেতে পারে বলে জানান তিনি।

এ সময়, আগামী মার্চে এফবিসিসিআই’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি নাইজেরিয়ার ব্যবসায়ীদের সামিটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, পরিচালক মো. নাসের, আবু হোসেন ভুঁইয়া রানু, উপদেষ্টা আবদুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

এআরএস
 

Link copied!