Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

সন্দ্বীপে জেনিথ লাইফের বার্ষিক পরিকল্পনা সভা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২০, ২০২৩, ০৫:২৬ পিএম


সন্দ্বীপে জেনিথ লাইফের বার্ষিক পরিকল্পনা সভা

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র সন্দ্বীপ সার্ভিস সেন্টার অফিসে বার্ষিক ব্যবসা পরিকল্পনা সভা-২০২৩ এবং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উন্নয়ন-প্রশাসন বিভাগের ইনচার্জ ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সার্ভিস সেন্টারের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। 

সদ্য গত ২০২২ সালে ব্যবসা অর্জনে সেরাদের সেরা হয়েছেন সীতাকুণ্ড এজেন্সি অফিসের ইনচার্জ ও এজিএম মোহাম্মদ মাওলানা হুমায়ুন কবির, আকবর হাট এজেন্সি অফিসের ইনচার্জ ও এজিএম মোহাম্মদ সামিম এবং বিএম সার্ভিস সেন্টার অফিসের সাইফুল ইসলাম। 

সন্দ্বীপ সার্ভিস সেন্টারের ইনচার্জ ও জিএম এমএইচ কামরুল হাসানেরস সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সেলস অ্যান্ড সফট স্কিলস ট্রেইনার আলামিন মোহাম্মদ।

টিএইচ

Link copied!