Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঢাকায় বিশ্বব্যাংকের এমডি

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২১, ২০২৩, ০৩:২১ পিএম


ঢাকায় বিশ্বব্যাংকের এমডি

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার (২২ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বব্যাংকের এমডি।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

টিএইচ

Link copied!