Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরকারি সিকিউরিটিজের স্থায়ী প্রাইমারি ডিলার রুপালী ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৩, ০৬:৩০ পিএম


সরকারি সিকিউরিটিজের স্থায়ী প্রাইমারি ডিলার রুপালী ব্যাংক

সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে স্থায়ী অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংক। গত এক বছরের কার্যক্রম বিবেচনায় নিয়ে ব্যাংকটিকে নিয়মিত কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২০২১ সালের ১২ ডিসেম্বর ব্যাংকটিকে প্রাইমারি ডিলার হিসেবে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছিলো।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, ‘সরকারের ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং ইস্যু পরবর্তী কেনাবেচার সেকেন্ডারি মার্কেট সক্রিয় করার লক্ষ্যে রূপালী ব্যাংককে সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে গত এক বছরের কার্যক্রম বিবেচনা করে ব্যাংকটিকে প্রাইমারি ডিলার হিসেবে নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন করা হয়েছে।

এমআরএইচ/এআরএস

Link copied!